Logo

অর্থনীতি    >>   অনলাইনে আয়কর জমা দেয়ার ব্যবস্থা চালু: ঘরে বসেই সহজে কর জমা

অনলাইনে আয়কর জমা দেয়ার ব্যবস্থা চালু: ঘরে বসেই সহজে কর জমা

অনলাইনে আয়কর জমা দেয়ার ব্যবস্থা চালু: ঘরে বসেই সহজে কর জমা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় ঘরে বসে আয়কর জমা দেয়ার সুবিধা চালু করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, "দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হচ্ছে জনগণের দেয়া কর। তাই করদাতাদের সুবিধার্থে আমরা এমন ব্যবস্থা নিয়েছি যাতে ঘরে বসেই আয়কর রিটার্ন জমা দেয়া যায়। এখন আর ব্যাংকে লাইন দিয়ে বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না।"

ড. ইউনূস জানান, ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর শহরের সকল কর্মকর্তা ও কর্মচারী, তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির জন্য এই অনলাইন আয়কর জমা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া, দেশের অন্যান্য নাগরিকদের অনলাইনে কর জমা দিতে উৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও জানান, করদাতাদের উৎসাহিত করতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের আয়কর রিটার্ন অনলাইনে জমা দেয়ার পরিমাণের ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কারের ব্যবস্থা করা হবে। সেই সাথে করদাতাদের সাহায্য করার জন্য তরুণ-তরুণীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি। ড. ইউনূস বলেন, "এটি ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতির অংশ হতে পারে। আমরা পর্যায়ক্রমে সকল প্রকার কর অনলাইনে সংগ্রহ করার পরিকল্পনা করছি।"

এদিকে করদাতাবান্ধব, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক কর ব্যবস্থাপনা গড়ে তুলতে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) ইতিমধ্যে ২০২৪-২৫ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইন রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু করেছে। ই-রিটার্ন ব্যবস্থায় করদাতারা নিজের রিটার্ন তৈরি, জমা দেয়া, ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ এবং রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তিসহ বিভিন্ন সুবিধা পাবেন।

এই সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য করদাতার টিআইএন এবং নিজ নামে বায়োমেট্রিক ভেরিফায়েড মোবাইল নম্বর প্রয়োজন। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে নিজের তথ্য দিয়ে সহজেই রেজিস্ট্রেশন করে ২০২৪-২৫ করবর্ষের ই-রিটার্ন দাখিল করতে পারবেন। আয়কর দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert